রাজস্থলীতে ফলদ বৃক্ষ মেলা শুরু

প্রকাশঃ ১৮ জুলাই, ২০১৮ ১২:০৯:১৫ | আপডেটঃ ০৪ মে, ২০২৪ ০২:০৩:৫০
সিএইচটি টুডে ডট কম, রাজস্থলী (রাঙামাটি)। রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় "অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা"এই শ্লোগানকে সামনে রেখে আজ সকালে উপজেলা চত্ত্বর থেকে ফলদ বৃক্ষ মেলা ২০১৮ইং উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
র‌্যালীটি উপজেলার বাস স্ট্যান্ড হয়ে জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের সামনে আয়োজিত মেলায় প্রাঙ্গনে এসে শেষ হয়। ফিতা কেটে বৃক্ষ মেলা উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুশফিকুর রহমান। পরে উপজেলা কৃষি অফিসার এর কক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুশফিকুর রহমান, প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লাঅং মারমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উবাচ মারমা, এমপি প্রতিনিধি সুভাষ চন্দ্র বাচ্চু, মহিলা এমপি প্রতিনিধি লংবতি ত্রিপুরা, ইউপি চেয়ারম্যান সুশান্ত প্রশাদ তঞ্চগ্যা, উথান মারমা, উপজেলার সরকারি কর্মকতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।