খাগড়াছড়িতে ২দিনব্যাপী যুব রেড ক্রিসেন্ট প্রশিক্ষণ শুরু

প্রকাশঃ ০৬ মার্চ, ২০২১ ০১:০২:০৭ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৫:৫৮:৩৮
সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি)। খাগড়াছড়িতে যুব রেড ক্রিসেন্টের আয়োজনে দুইদিনব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট'র মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শুরু হয়েছে। শুক্রবার (৫ মার্চ) সকালে খাগড়াছড়ি জেলা স্কাউট ভবনের হল রুমে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে অংশ নেয় জেলার ৩০ জন যুব সদস্য।

যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ব্রাঞ্চ এর যুব প্রধান সাহাজ উদ্দিন খন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. শানে আলম, ইউনিট কর্মকর্তা আব্দুল গনি মজুমদার, খাগড়াছড়ি ইউনিটের কার্যনির্বাহী সদস্য মোঃ শহীদুল ইসলাম প্রমূখ।

আলোচনায় বক্তারা বলেন, খাগড়াছড়ি জেলায় রেড ক্রিসেন্ট ও যুব রেড ক্রিসেন্ট সদস্যরা ব্যপক কার্যক্রম বাস্তবায়ন করছে। ইউনিটের স্ব উদ্যোগে কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশিই জেলার স্বাস্থ্য সেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে৷ এছাড়া করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচিতেও যুব রেড ক্রিসেন্ট সদস্যরা সহযোগিতা করে যাচ্ছে।