শান্তি চুক্তির ফলে পার্বত্য এলাকায় শান্তি বিরাজ করছে : পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি

প্রকাশঃ ২৭ ফেব্রুয়ারী, ২০২১ ০৮:৩৯:৩৪ | আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৪ ০৯:১৬:২৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, শান্তিচুক্তির ফলে পার্বত্য এলাকায় শান্তি বিরাজ করছে। শান্তি চুক্তির ফলে পার্বত্য জেলায় আজ বিভিন্ন উন্নয়ন হচ্ছে আর এর ফলে ক্ষুদ্র নৃগোষ্টিসহ বাঙ্গালীদের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে।

২৭ ফেব্রুয়ারি (শনিবার) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবান সদরের টংকাবতী ইউনিয়নে সরকারি সফরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন।

এসময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পাহাড়ে আজ শান্তির পাশাপাশি উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে এবং এই সরকারের আমলে পার্বত্য জেলার প্রতিটি দুর্গম এলাকা আরো আধুনিক ও উন্নয়নের ধারায় পরিবর্তিত হচ্ছে।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩ কোটি ৫২ লক্ষ টাকা ব্যয়ে চিনিপাড়া যাওয়ার রাস্তায় রংকিমুখ খালের উপর ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর, ৫০ লক্ষ টাকা ব্যয়ে সাকক্য় পাড়া স্মার্ট ভিলেজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর, ২০ লক্ষ টাকা ব্যয়ে পূর্ণচন্দ্র হেডম্যান পাড়া এলাকায় জি.এফ.এস এর মাধ্যমে পানি সরবরাহকরণ কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল কুদ্দুস, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সিকদার, পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো, সদস্য সত্যহা পানজি ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউর রহমান,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মোঃ আবদুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, সহকারী প্রকৌশলী ত্রিদিপ ত্রিপুরা, টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্লুকান ম্রোসহ সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।