বাঘাইছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত

প্রকাশঃ ২৩ ফেব্রুয়ারী, ২০২১ ০৭:৪৪:২১ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০২:৪২:২১
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। আজ ২৩শে ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল দশটায় সারা দেশের ন্যায় রাঙামাটির বাঘাইছড়িতে  উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ২৭বিজিবি মারিশ্যা জোনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১  অনুষ্ঠিত হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা পরিষদের সামনে থেকে শান্তির প্রতীক সাদা কুবুতর উড়িয়ে শুভ উদ্ভোধন করেন ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আনোয়ার হোসেন ভুইঁয়া, পিএসসি, আর্টিলারী এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, পৌর মেয়র জাফর আলী খান,ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন,আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রশাদ দেওয়ান,কাচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বিজিবি পুলিশ আনসার ভিডিপি সহ সরকারি বেসরকারি কর্মকর্তা রাজনৈতিক সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। 

উক্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় পাঁচ শতাদিক দৌড়বিদ নিয়ে  বাঘাইছড়ি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে প্রায় ১৬মিনিট ৪৪সেকেন্ডের মাথায়  কাচালং কলেজ মাঠে গিয়ে শেষ করে

কলেজ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় জোন অধিনায়ক মোঃ আনোয়ার হোসেন ভুঁইয়া পিএসসি আর্টিলারী স্বল্প পরিসরে এতো আয়োজনে সবাই সহযোগিতা করায় সকল কে ধন্যবাদ জানান।