রামগড়ে পাহাড় ধসে নিহত ১

প্রকাশঃ ২৩ ফেব্রুয়ারী, ২০২১ ০৭:১০:০৯ | আপডেটঃ ২৬ মার্চ, ২০২৪ ০৮:১৪:৫৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির রামগড়ে পাহাড়ী টিলার মাটি কাটার সময়ে ধসে পড়ে মো. মিজানুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে রামগড়ের কালাডেবা সম্প্রু পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মো. মিজানুর রহমান একই এলাকার মো. ফরিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে বাড়ির পাশের পাহাড়ী টিলা থেকে মাটি কেটে জমিতে নিচ্ছিলেন নিহত মিজানুর রহমান। দুপুরে টিলার নিজ থেকে মাটি সরানোর সময় তিনি মাটি চাপা পড়ে। এ সময় তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মিজানুরকে মৃত ঘোষণা করেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান জানান, টিলার মাটি কাটার সময় চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। মাটি কাটার জন্য প্রশাসন থেকে অনুমতি নেয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

খাগড়াছড়িতে শুষ্ক মৌসুমে পাহাড়ী টিলার মাটি কেটে ইট-ভাটাসহ বিভিন্ন কাজে ব্যবহার হয়ে আসছে। দোষীদের বিরুদ্ধে প্রশাসনের দূর্বল আইনের প্রয়োগের কারণে প্রতি বর্ষা মৌসুমে পাহাড় ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।