মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায় পিসিপি

প্রকাশঃ ২২ ফেব্রুয়ারী, ২০২১ ১২:২৫:১১ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৫:৪৯:৩৫
সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি)। পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক স্ব স্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও শিক্ষক নিয়োগের দাবিতে র‌্যালি ও ছাত্র সমাবেশ করেছে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গনতান্ত্রিক) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ।

রোববার (২১ ফেব্রুয়ারি) দীঘিনালার লারমা স্কয়ার থেকে র‌্যালি বের হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ করে বাস টার্মিনালস্থ কল্পরঞ্জন মাঠে ছাত্র সমাবেশ করে।
ছাত্র সমাবেশে ইউপিডিএফ (গনতান্ত্রিক) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপিডিএফ (গনতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির তথ্য প্রচার বিষয়ক সম্পাদক মিটন চাকমা সহ ছাত্র ও জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা নিজ নিজ জনগোষ্ঠীর মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবি জানান। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সংশ্লিষ্ট ভাষার শিক্ষক নিয়োগের দাবি করেন।

ছাত্র সমাবেশের পূর্বের আয়োজিত র‌্যালিতে সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দেন।