দীঘিনালায় বর্ণমালায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

প্রকাশঃ ২১ ফেব্রুয়ারী, ২০২১ ০৬:৫৯:৪৫ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৩:২৪:০৫
সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি)। মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খাগড়াছড়ির দীঘিনালায় শহীদ মিনারে চাকমা বর্ণমালায় লিখা শ্রদ্ধাঞ্জলি দিয়েছে 'চাকমা সাহিত্য বা' নামের একটি সংগঠন।

রোববার (২১ ফেব্রুয়ারি) ৯টার কিছু পড়ে "মাতৃভাষায় বই এলো শিশুর কোলে, পড়তে চায় এবার তারা স্কুলে" শ্লোগানে ব্যানার ও চাকমা বর্ণমালার ফেস্টুন হাতে র‌্যালি করে শহীদ মিনারে আসেন চাকমা সাহিত্য বা সংগঠনের নেতৃবৃন্দ। এসময় র‌্যালিতে থাকা চাকমা শিশুদের হাতে তাদের নিজেদের মাতৃভাষায় লিখা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দেখা যায়।

র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনকালে চাকমা সাহিত্য বা এর সভাপতি ইনজেব চাকমা সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।