চতুর্থ ধাপের বান্দরবান পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদান শুরু

প্রকাশঃ ১৭ জানুয়ারী, ২০২১ ০৭:১৮:২১ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৫:১৩:৩১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। আগামী ১৪ ফেব্রুয়ারী চতুর্থ ধাপের বান্দরবান পৌরসভা নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বান্দরবানে নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া শুরু করেছে।

১৭ জানুয়ারী (রোববার) সকালে বান্দরবান নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী মনোনয়নপত্র জমা দেন ,এরপরে পর্যায়ক্রমে আওয়ামীলীগ মনোনীত বিভিন্ন কাউন্সিলর প্রার্থীরা একে একে তাদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করে।

এদিকে আওয়ামীলীগ এর পাশাপাশি স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে।

রিটার্নিং কর্মকর্তা মো.রেজাউল করিম বলেন, ১৭ জানুয়ারী বিকেল ৫টা পর্যন্ত মেয়র ও কাউন্সিলরদের কাছ থেকে মনোনয়নপত্র জমা নেয়া হবে , ১৯ জানুয়ারী যাছাই-বাছাই,২৬ জানুয়ারী প্রত্যাহারের শেষ দিন এবং ২৭ জানুয়ারী প্রতীক বরাদ্ধের মাধ্যমে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করবে।

১৪ফেব্রুয়ারী অনুষ্ঠিত চতুর্থ ধাপের বান্দরবান পৌরসভা নির্বাচন ইবিএমের মাধ্যমে হবে এবং বান্দরবানে ৯টি ওয়ার্ডে ২৯ হাজার ৭শত ২৯জন ভোটার এতে অংশগ্রহণ করবে।