রাঙামাটির ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের পুন র্নিমাণকৃত নতুন ভবনের উদ্বোধন

প্রকাশঃ ১৪ জানুয়ারী, ২০২১ ০৯:৪০:৫১ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ১২:২৭:৩১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি শহরে তবলছড়িতে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের পুন র্নিমাণকৃত নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে নির্মিত ভবনটি আজ সকালে উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি।

এসময় বোর্ডের সদস্য ও পরিকল্পনা প্রকাশ কান্তি চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান ও পূজা উদযাপন কমিটির সভাপতি অমর কুমার দেসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় ১ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যায়ে এই মন্দিরের ভবনটি পুন নির্মাণ কাজ বাস্তবায়ন করে।

এসময় বোর্ড চেয়ারম্যান বলেন, পার্বত্য চট্টগ্রামে আর্থসামাজিক উন্নয়নে পার্বত্য উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে। রাস্তা ঘাট স্কুল কলেজ সড়ক ব্যবস্থা উন্নয়ন এবং বিদ্যুৎহীন এলাকায় সোলার বিতরণ করে অন্ধকার এলাকাকে আলোকিত করে যাচ্ছে।