খাগড়াছড়িতে ভোটারদের মাঝে ইভিএম সম্পর্কিত তথ্যচিত্র প্রদর্শন

প্রকাশঃ ০৫ জানুয়ারী, ২০২১ ১১:৩৭:০৩ | আপডেটঃ ০৪ মে, ২০২৪ ০৯:৪৬:২৩
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি পৌরসভার আসন্ন নির্বাচনে ভোটগ্রহণ হবে ইভিএম পদ্ধতি ব্যবহার করে। নতুন এ পদ্ধতি সম্পর্কে ভোটারদের ভীতি দূর ও ধারণা দিতে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী(উটপাখি প্রতীক) এটিএম রাশেদ উদ্দিন তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করেন।

মঙ্গলবার বিকেলে পৌর শহরের নয়নপুর এলাকার নিজ বাড়িতে নারী ভোটারদের সাথে উঠান বৈঠকে মতবিনিময় শেষে এ তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

উঠান বৈঠকে কাউন্সিলর পদপ্রার্থী এটিএম রাশেদ উদ্দিন ভোটারদের উদ্দেশে বলেন, খাগড়াছড়ি পৌরসভার মধ্যে ৮নং ওয়ার্ড গুরুত্বপূর্ণ একটি এলাকা। তিনি আবারও নির্বাচিত হতে পারলে সকল সম্প্রদায়ের মধ্যে সহাবস্থান নিশ্চিত করাসহ পৌরসভার সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।

এ সময় নয়নপুর ও ৮ নং ওয়ার্ডের ভোটার ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।