বান্দরবানে বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশঃ ০৫ ডিসেম্বর, ২০২০ ০৯:৪৫:৩৭ | আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ ০২:৪৭:৫৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বান্দরবানে বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
 
৫ ডিসেম্বর (শনিবার) বিকেলে জেলা শহরের রাজার মাঠে  বান্দরবানের ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে এই টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী  অনুষ্ঠিত হয়। খেলায় জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় খেলায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল কুদ্দুস, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ,পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ,মোঃ হাবিবুর রহমান খোকন,জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক সিং থোয়াই মারমা, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিনসহ ক্রীড়াপ্রেমীরা।
সমাপনী খেলায় কিং অব বনরুপা একাদশ আর্মিপাড়া একাদশ দলকে ১-০ গোলে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী ও রার্নাস আপ দলকে ট্রফি ও ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।