থানচি ছাংদাক পাড়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ আর নেই

প্রকাশঃ ০১ ডিসেম্বর, ২০২০ ১০:৩৫:১৪ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ১১:৩৬:২৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে থানচি উপজেলা ছাংদাক পাড়া বৌদ্ধ বিহারের  বিহারের অধ্যক্ষ উ:সমা মহাথের আর নেই । মঙ্গলবার ভোর সাড়ে ৬ টায়  ছাংদাক পাড়া বৌদ্ধ বিহারে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি  থানচি উপজেলায় অনেক গুনগাহি দায়ক-দায়িকা এবং শিষ্য রেখে গেচ্ছেন।

ছাংদাক পাড়া বৌদ্ধ ভিক্ষু প্রয়ানে থানচি উপজেলাব্যাপী এক শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে বৌদ্ধ ভিক্ষুর ৮০বছর বয়স এবং দীর্ঘ ২১ বছর বৌদ্ধ ভিক্ষু হিসেবে তিনি বর্ষাবাস করেছিলেন।

ছাংদাক পাড়া বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি সাধারন সম্পাদক নিংথোয়াইঅং মারমা জানান, আমাদের পাড়ায় গুরুভান্তে উ: সমা মহাথের সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন। আমাদের পাড়ায় তিনি ২১ বছর যাবৎ বিহার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন,তার এই মহাপ্রয়াণে আমরা শোকাহত।

এদিকে বৌদ্ধ ভিক্ষু মহার প্রয়ানে থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা,ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা,থানচি সদর ইউপি চেয়ারম্যান মাংসার ম্রো, থানচি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা শেষ শ্রদ্ধা নিবেদন করে শোক জানিয়েছেন।