রাঙামাটিতে মাস্ক না পড়ায় ৫জনকে জরিমানা

প্রকাশঃ ৩০ নভেম্বর, ২০২০ ০৪:৩৪:৩৪ | আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৪ ০১:৪৭:১০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় হাট বাজার অফিস আদালত সর্বত্র মাস্ক ব্যবহার নিশ্চিত করতে রাঙামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

আজ সকালে রাঙামাটি শহরের বনরুপা ও তবলছড়ি, রিজার্ভবাজার এলাকায় মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বোরহান উদ্দিন মিঠুর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাস্ক না পড়ায় ৫জনকে ১হাজার টাকা জরিমানা ও কয়েকজনের মাঝে মাস্ক বিতরণ করা হয়। বাজার এলাকা ছাড়াও যাত্রীবাহী বাসেও মাস্ক নিশ্চিতে অভিযান চালানো হয়।  

এসময় জেলা প্রশাসনের  নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, সরকারের বেঁধে দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করা এবং মাস্ক পড়তে উধবুদ্ধ করতে প্রশাসনের এধরণের তৎপরতা অব্যাহত থাকবে।