রাঙামাটিতে জ্বালানি তেলবাহী ট্রাকে পাচারকালে কাঠ আটক

প্রকাশঃ ২৬ নভেম্বর, ২০২০ ১০:৩৬:৩১ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০২:৩৯:০৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি থেকে তেলবাহী ট্রাকে অভিনব কায়দায় পাচারকালে অবৈধ কাঠ আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার সকালের দিকে রাঙামাটি সদরের মানিকছড়ি চেকপোস্টে চালক ট্রাকসহ এসব কাঠ আটক করা হয়।

জানা যায়, তেলের ভাউচার দেখিয়ে ট্রাকের ভেতরে বোঝাই করে অবৈধ চিরাই করা সেগুন কাঠ রাঙামাটি থেকে পাচার করা হচ্ছিল। এতে সন্দেহ হলে চেকপোস্টে তল্লাশি চালায় যৌথবাহিনী। এ সময় ট্রাকের (নং-১১-০৩০৭) ভেতর থেকে ৩৩৮ টুকরা চিড়াই করা সেগুন কাঠ উদ্ধার করা হয়। উদ্ধার করা ২৩৪ ঘনফুট কাঠে বাজার মুল্য সাড়ে ৫ লাখ টাকা বলে জানানো হয়। আটক চালকের নাম মো. শুক্কুর। সে চট্টগ্রামের রাউজানের ছাত্তার পাড়ার বাসিন্দা ইউছুপের ছেলে।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগীয় কর্মকর্তা রফিকুজ্জমান  বলেন, দীর্ঘদিন ধরে তেলের ভাউচারের আড়ালে অভিনব কায়দায় কাঠ পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে এসব কাঠ আটক করে যৌথবাহিনী।