প্রকাশঃ ০৪ জুলাই, ২০১৮ ১২:৪২:৩১
| আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ ০১:২৭:১৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ‘সময়ের সাথে আগামীর পথে’ এই শ্লোগানে ১৬ বছরে পদার্পন উপলক্ষ্যে সারাদেশের মতো পার্বত্য রাঙামাটিতেও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভি।
মঙ্গলবার সকালে রাঙামাটি শহরের বনরূপায় একটি রেস্তোরায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে,রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি বাস লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈনউদ্দিন সেলিম,বৃহত্তর বনরূপা ব্যবসায়ি সমিতির সভাপতি আবু সৈয়দ,স্কাউট সংগঠক নুরুল আবছার।
এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ফজলে এলাহীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নাজিমউদ্দিন,জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সাইফুল আলম রাশেদ,রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা,কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক অলি আহমেদ, বিএম মার্কেট ব্যবসায়ি সমিতির সাধারন সম্পাদক এসএম জাহান লিটন,রাঙামাটি ব্যবসায়ি ফেডারেশন এর সদস্য সচিব কামালউদ্দিন,কালের কন্ঠ শুভসংঘ’র আহ্বায়ক অসীম দাশ গুপ্ত। উপস্থিত ছিলো ইয়ুথ,জীবন,পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশন,রাঙামাটি রোটার্যাক্ট ক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এনটিভি দীর্ঘসময়ের পথচলার মধ্য দিয়ে প্রমাণ করেছে নিজেদের স্বাতন্ত্র ও নিরপেক্ষতা। আশা করি,আগামীর দিনগুলোতেও এই চ্যানেলটি দায়িত্বশীলতার সাথে তার পেশাদারিত্ব বহাল রাখবে।’
পৌর মেয়র,রাঙামাটি শহর নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, এই শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। তিনি গণমাধ্যমের প্রতি পৌরসভার উন্নয়ন কাজে ইতিবাচক প্রচারণার সহযোগিতা কামণা করে বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা ভালো কাজকে আরো বেশি বেগবান করতে পারে।’
প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে বলেন, দীর্ঘ পেশাদারি জীবনের পথ পরিক্রমায় বলতে পারি, যে প্রতিষ্ঠান কর্মীবান্ধব এবং নিজেদের সংবাদকর্মীদের প্রতি যত্মশীল ও দায়িত্ববোধ পালণ করে,সেই প্রতিষ্ঠানটিই জনপ্রিয় ও টেকসই হয়। এনটিভি এই কাজে অন্য অনেকের চেয়ে এগিয়ে রয়েছে।’
ব্যবসায়ি নেতা আবু সৈয়দ বলেন, পার্বত্য এলাকার অর্থনীতির গতিপ্রবাহ, এখানকার ব্যবসায়িদের সুখ দু:খের সারথি হোক আমাদের সবার প্রিয় এই চ্যানেলটি। আমরা চাই এনটিভি তার জনপ্রিয়তা ও দায়িত্বশীলতা নিয়েই সামনে এগিয়ে যাক।
পরিবহন মালিকদের নেতা মঈনউদ্দিন সেলিম বলেন, আমরা এনটিভির একজন নিয়মিত দর্শক হিসেবে বলতে চাই, এই চ্যানেলটি পার্বত্যবাসির সুখ দু:খে সময় পাশে থেকে নিজেকে দেশের শীর্ষ চ্যানেল হিসেবে প্রমাণ করেছে।’
সিনিয়র সাংবাদিক সুশীল প্রসাদ চাকমা বলেন, ‘পেশাগত উৎকর্ষতায় এনটিভি নিজের স্বতন্ত্র একটি অবস্থান নির্মাণ করেছে,যা অনেকেই অনসুরণ করছে। এটা আমাদের গণমাধ্যমে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছে।’
স্কাউট আন্দোলনের সংগঠক নুরুল আবছার এনটিভির ভূয়সী প্রশংসা করে কাপ্তাই হ্রদের দূষন ও দখল নিয়ে প্রতিবেদন করার জন্য অনুরোধ জানান।
আলোচনা সভার পর কেক কাটা হয়। এসময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এনটিভিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।