ফুরমোন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রে ১৪ তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

প্রকাশঃ ২০ নভেম্বর, ২০২০ ১০:৩৮:২৫ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০২:৫২:৪৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি সদরের ফুরমোন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রে ১৪ তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। দুই দিন ব্যাপী অনুষ্ঠানের শুক্রবার সমাপনী দিনে দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা।

গৌতম বুদ্ধের সময় এক পুণ্যবতি সেবিকা বিশাখা কর্তৃক প্রবর্তিত নিয়মে তুলা থেকে সুতা ও সুতা থেকে বেইন বুনে চীবর তৈরি করা হয়। সে চীবরটি ফুরমোন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভৃগু মহাস্থবিরের হাতে তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা।

এ সময় হাজার হাজার পুণ্যার্থীর সাধুবাদে মুখরিত হয় ফুরমোন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের আশপাশ।অনুষ্ঠানে কঠিন চীবর দান ছাড়াও, বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, পঞ্চশীল গ্রহন করা হয়। পরে পূণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্মদেশনা দেন ভিক্ষুসংঘ।