নাইক্ষ্যংছড়িতে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করলো বিজিবি

প্রকাশঃ ২৫ অক্টোবর, ২০২০ ০৫:৫২:২৮ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ১২:৪১:৫১

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও   অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি (নাইক্ষ্যংছড়ি জোন) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেএরই ধারাবাহিতকতায় ২৪অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ ফুলতলী বিওপি হতে নায়েব সুবেদার মোঃ ইব্রাহিম হোসেন এর নেতৃত্বে ১টি টহল দল বিশেষ অপারেশন পরিচালনা করে

 

এসময় ফুলতলী বিওপি হতে আনুমানিক ২.৫ কিঃ মিঃ দক্ষিণ দিকে এবং সীমান্ত পিলার ৪৭ হতে আনুমানিক ২.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে লম্বাশিয়া নামক স্থান হতে ১০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবির সদস্যরা

 

বিজিবি জানায়,উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০লক্ষ টাকাবিজিবি আরো জানায় ,ইয়াবা উদ্ধারের সময় ইয়াবা বহনকারী ৩জন চোরাকারবারী টহল দলের উপস্থিতি লক্ষ্য করে ইয়াবা ফেলে দ্রুত পালিয়ে যায়চোরাকারবারীদের পলাতক আসামী দেখিয়ে আটককৃত ইয়াবা নাইক্ষ্যংছড়ি থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান বিজিবি

 

সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অস্ত্র পাচার, অবৈধ কাঠ পাচার ও পরিবহন, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং এই এলাকায় যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবির এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি