স্বাস্থ্যবিধি মেনে রাঙামাটির ৪০টি পুজামন্ডপে দুর্গাপূজা শুরু

প্রকাশঃ ২২ অক্টোবর, ২০২০ ১০:০৩:৩০ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৬:৫৮:০১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।  হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।  পূজাকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্ততি নিয়েছে রাঙামাটির সনাতন সম্প্রদায়ের লোকজন। জেলার ৪০টি পূজা মন্ডপকে বর্ণাঢ্যভাবে সাজানোর কাজ হয়েছে।

দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে জেলার সবকটি মন্ডপে বৃহস্পতিবার ষষ্ঠী পুজা পালিত হয়েছে। ভক্তরা জানিয়েছেন, এবার দেবীর আগমণ হয়েছে দোলায় চড়ে আর ফিরে যাবেন গজে চড়ে। অনান্য বছর পুজা আযোজনে ব্যাপক আনুষ্ঠানিকতা থাকলেও এবার সীমিত পরিসরে পূজা অনুষ্ঠিত হবে।

জেলার ৪০টি পুজা মন্ডপে এবার দুর্গা পুজা হবে। এর মধ্যে রয়েছে রাঙামাটি সদরে ১৪টি, কাপ্তাই উপজেলায় ৭টি, কাউখালি উপজেলায় ৪টি, বাঘাইছড়ি উপজেলায় ৪টি, রাজস্থলী উপজেলায় ৩টি, লংগদু উপজেলায় ২টি, নানিয়ারচর উপজেলায় ২টি, বিলাইছড়ি উপজেলায় ১টি, জুড়াইছড়ি উপজেলায় ১টি, বরকল উপজেলায় ২টি মন্ডপে পূর্জা অনুষ্ঠিত হবে।

সনাতনী ধর্মালম্বীদের মতে  ২৩ অক্টোবর (শুক্রবার) মহাসপ্তমী , ২৪ অক্টোবর (শনিবার) মহাঅষ্টমী, ২৫ অক্টোবর (রবিবার) মহানবমী এবং ২৬ অক্টোবর (সোমবার) বিজয়া দশমী অনুষ্ঠিত হবে। এ বছর দেবীর আগমন ঘটবে দোলায় চড়ে এবং গজে গমন হবে। দুর্গা পুজা সুন্দর ও নির্বিঘ্ন করতে প্রশাসন থেকে নেয়া হয়েছে সকল প্রকার  প্রস্তুতি। তবে এবার মন্ডপে মন্ডপে আইনশৃঙ্খলাবাহিনী থাকছে না।

রাঙামাটি পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব  স্বপন কান্তি মহাজন বলেন, সরকারের স্বাস্থ্যবিধি মেনে জেলার সবকটি মন্ডপে পূজা উদযাপিত হচ্ছে। পূজায় মাঙ্গলিক আয়োজনের কমতি নেই। তবে ধর্ম যার যার, উৎসব সবার। সেই আক্ষরিক অর্থে উৎসব নেই, তবুও আমরা ধর্মীয় রীতিনীতি মেনে পুজা পালন করছি।

রাঙামাটির পুলিশ সুপার আলমগীর জানান, দুর্গাপুজাকে সফল করতে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কয়েক দফায় বৈঠক হয়েছে।  করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে পূজা আয়োজন করতে নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়া এবার মন্ডপে মন্ডপে পুলিশ বা আনসার সদস্য থাকবে না,, এলাকা ভিত্তিক বিট পুলিশের সদস্যরা সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে।