প্রকাশঃ ০৬ অক্টোবর, ২০২০ ০৪:৩৪:৫০
| আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ ০৩:৫১:১৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের থানচির নাফাকুম ঝরনায় পর্যটক যাতায়াত বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
গত ৩অক্টোবর বান্দরবানের থানচি উপজেলার দূর্গম নাফাখুম ঝরনায় গোসল করতে গিয়ে ঢাকার এক পর্যটক মারা যাওয়ার পর থানচি উপজেলা প্রশাসন এ নির্দেশনা প্রদান করে।
গত ৩ অক্টোবর সকালে ঢাকার উত্তরার জহিরুল ইসলামের ছেলে জাকারুল ইসলাম কানন থানচি উপজেলার দুর্গম রেমাক্রি ইউনিয়নের নাফাখুম ঝরনায় বেড়াতে গিয়ে প্রবল ¯্রােতে ভেসে যায়। পরের দিন তার লাশ উদ্ধার করে বিজিবি ,পুলিশ ও স্থানীয় জনসাধারণ। এর আগেও এই ঝরনায় গোসল করতে গিয়ে কয়েকজন পর্যটক মারা যান।
থানচি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.আরিফুল ইসলাম মৃদুল জানান,বান্দরবানের সাঙ্গু নদীর অববাহিকায় বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ের ঝরনাগুলো ও ঝরণায় যাওয়ার পথগুলো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে। এই সময়ে কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকায় উত্তাল হয়ে ওঠেছে ঝর্ণার পরিবেশ। পর্যটকদের জন্য এসব ঝরনাগুলো এখন বেশ ঝুঁকিপূর্ণ। থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুল ইসলাম মৃদুল আরো জানান,আমরা থানচি উপজেলার নাফাখুম ও অন্যান্য ঝর্ণায় আপাদত ভ্রমণে পর্যটকদের নিরুসাহিত করছি তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নাফাখুম ভ্রমনে পর্যটকদের আমরা অনুমতি প্রদান করবো।