খাগড়াছড়ি ও সিলেটে সংঘবদ্ধ ধর্ষণের বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশঃ ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০৭:২১:৫৪ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ০৯:৪৭:০১

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে প্রতিবন্ধী নারীকে সিলেটের এমসি কলেজে গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ছাত্রদল

 

সোমবার সকালে খাগড়াছড়ি সদরের মিল্লাত চত্বর থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলকারীরা প্রধান সড়কে উঠতে চাইলে গণপূর্ত ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়ে পরে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্রদল সভাপতি শাহেদ সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম বক্তব্য রাখেন সময় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল আলম আনিক, দপ্তর সম্পাদক বাপ্পী দাশ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন

 

বক্তারা বলেন, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সারাদেশে নারী শিশু নির্যাতনের ঘটনা বাড়ছে ধর্ষকদের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় দেয়ায় আইনের সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে না অবিলম্বে খাগড়াছড়ি সারাদেশে সংগঠিত নারী শিশু নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সমাবেশ থেকে

প্রসঙ্গত, গত বুধবার রাতে খাগড়াছড়ি সদরের বলপাইয়া গ্রাম এলাকায় ডাকাতি করতে ঢুকে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয় ঘটনায় জনের বিরুদ্ধে মামলা দায়ের পর পুলিশ জনকে গ্রেফতার করেছে