খাগড়াছড়িতে গণধর্ষণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭জনকে আটক

প্রকাশঃ ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০৫:০৩:০৮ | আপডেটঃ ২৬ মার্চ, ২০২৪ ০১:৩৬:১৯
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে ডাকাতি করতে ঢুকে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় সন্দেহভাজন ৭ জনকে আটক করেছে পুলিশ। গতরাতে খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় বলে জানা গেলেও পুলিশের পক্ষ থেকে এখনও এর সত্যতা স্বীকার করা হয়নি।

খাগড়াছড়ির পুলিশ সুপার আব্দুল আজিজ জানান, প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার ঘটনায় পুলিশের তদন্তে অগ্রগতি হয়েছে। বিভিন্ন স্থানে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় বিস্তারিত জানানোর  সময় হলে পুলিশ বলবে।

গত বুধবার রাতে খাগড়াছড়ি সদরের বলপাইয়া আদাম গ্রামে ডাকাতি করতে ঢুকে হাত পা বেঁধে এক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ করা হয়।এ ঘটনায় অজ্ঞাত ৭-৯ জন কে আসামী করে বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন ওই নারীর এক আত্মীয়।