২৬ সেপ্টেম্বর থেকে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

প্রকাশঃ ২০ সেপ্টেম্বর, ২০২০ ০৭:২৭:৫৫ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০২:৪৬:৫৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আগামী  ২৬ সেপ্টেম্বর থেকে রাঙামাটিতে ৬-১১ মাস এবং ১২- ৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন এ প্লাস  ক্যাপসুল খাওয়ানো হবে।  দুই পৌরসভাসহ জেলার ১০ উপজেলার ৫০ ইউনিয়নে ১৩১৫ কেন্দ্রে এসব শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। ২৬ সেপ্টেম্বর এ ক্যাম্পেইন পরিচালিত হবে।

রোববার বিকালে জেলা সিভিল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. বিপাশ খীসা এসব তথ্য জানান। এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোস্তফা কামাল, প্রবীণ সাংবাদিক সৈয়দ মাহবুবুর রহমান বক্তব্য রাখেন।

সিভিল সার্জন জানান, এবার ক্যাম্পেইনে সদরসহ জেলার মোট ৮০ হাজার ৯৮১ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাসুল খাওয়ানো হবে। তাদের মধ্যে রয়েছে ৬-১১ মাস বয়েসী ৮ হাজার ৯১৮ এবং ১২-৫৯ মাস বয়েসী ৭২ হাজার ৬৩ শিশু। এতে দায়িত্বে থাকবেন জেলা স্বাস্থ্য বিভাগের ২৪১ তদারককারী, ৪২৯ মাঠকর্মী ও ২২০১ স্বেচ্ছাসেবী কর্মী।

তবে এবার করোনার কারনে ২ সপ্তাহব্যাপী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম হতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ।


সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার রাঙামাটি জেলার ১০টি উপজেলার ১৩১৫টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৮,৯১৮জন শিমু, ১২-৫৯ মাস বয়সী ৭২ হাজার ৬৩জন শিশু  মোট ৮০ হজার ৯শ ৮১জন শিশুকে স্বাস্থ্যবিধি মেনে ভিটামিন এ  ক্যাপসুল খাওয়ানো হবে।