খাগড়াছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের বিক্ষোভ

প্রকাশঃ ১৯ সেপ্টেম্বর, ২০২০ ০৫:৫২:০১ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৩:৩৬:৩১
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। মহালছড়ির মাইসছড়িতে সাউপ্রু কার্বারী পাড়ায় মারমাদের শ্মশান ভূমি বেদখলের চেষ্টা এবং সাজেক, মারিশ্যা ও লংগদুর ডাকঘর মোন এলাকায় নতুন করে বাঙালি পুনর্বাসনের ষড়যন্ত্রের অভিযোগ এনে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখা।

আজ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ দুপুর ১২টার দিকে খাগড়াছড়ি সদর এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক লিটন চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সমর চাকমা।

বক্তারা বলেন পার্বত্য চট্টগ্রামে প্রশাসনের প্রত্যক্ষ মদদে বহিরাগত বাঙালি কর্তৃক ভূমি বেদখলের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ১৬ সেপ্টেম্বর মাইসছড়ি সাউপ্রু কার্বারি পাড়ায় মারমা জাতিসত্তাদের যুগ যুগ ধরে ব্যবহৃত শ্মশানভূমি বেদখলের চেষ্টা চালিয়েছে । তারা মৃতদেহ সৎকার কাজে বাধা প্রদান করেছে। এছাড়াও খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত ভূমি বেদখলের ঘটনা ঘটছে।

বক্তারা সাজেক, মারিশ্যা ও লংগদুর ডাকঘর মোন এলাকায় নতুন করে বাঙালী  পুনর্বাসন করার পরিকল্পনা গ্রহণ
করা হয়েছে বলে অভিযোগ করেন।