বান্দরবানে নতুন করে ৭জনসহ মোট আক্রান্ত ৭৫৩জন

প্রকাশঃ ১৯ সেপ্টেম্বর, ২০২০ ০৪:০৭:১২ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০২:৩১:১২
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে নতুন করে করোনায় আক্রান্ত হলো আরো ৭জন। নতুন আক্রান্তদের মধ্যে ৩জন   বান্দরবান সদর উপজেলা, ১জন রুমা উপজেলা, ২জন লামা উপজেলা ও ১ জন নাইক্ষংছড়ি উপজেলার  বাসিন্দা।

বান্দরবানের স্বাস্থ্য বিভাগ জানায়,বান্দরবান জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে সর্বমোট ৭৫৩ জন আর ৬১০জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছে। হোম কোয়ারেন্টিনে এ পর্যন্ত ১হাজার ১শত ৬জন ছিল তার মধ্যে ১হাজার ১শত ৬জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১শত ১১জন ছিল এর মধ্যে ১শত ১১জনকেই ছাড়পত্র দেয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগ আরো জানায়, এই পর্যন্ত বান্দরবানে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৯শত ৭২জনের, তার মধ্যে রির্পোট এসেছে ৪হাজার ৬শ জনের ২৪ জনের,এদের মধ্যে ৭৫৩জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।