উন্নয়নের স্বার্থে অবৈধ অস্ত্রধারীদের প্রতিরোধ করতে হবে : দীপংকর তালুকদার এমপি

প্রকাশঃ ১৭ সেপ্টেম্বর, ২০২০ ০৬:৩৯:৪৪ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ১১:২১:০৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আওয়ামীলীগ সরকারই একমাত্র উন্নয়ন বান্ধব সরকার, শান্তি চুক্তির পর পার্বত্য এলাকায় হাজার হাজার কোটির উন্নয়ন কাজ হলেও বিএনপি জামাত জোট সরকারের আমলে পাহাড়ে কোন উন্নয়ন হয়নি। একটি পক্ষ বার বার পাহাড়ের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করছে, তারা মেডিকেল কলেজ উদ্বোধনের দিন অবরোধের ডাক দিয়ে, কলেজের শিক্ষা কার্যক্রমকে বাঁধাগ্রস্ত করার চেষ্টা চালিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর আন্তরিকতায় নানা বাঁধা বিপত্তির পরে ক্লাশ শুরু হয়ে সেখানে ডাক্তারদের প্রথম ব্যাচ পাশ করে বেড়িয়ে কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছে। অবৈধ অস্ত্রধারীরা বন্দুকের নলে পাহাড়ের উন্নয়ন কার্যক্রমকে বাঁধাগ্রস্ত করে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এলাকার উন্নয়নের স্বার্থে জনগনকে আইন শৃঙ্খলাবাহিনীর সহায়তা নিয়ে অবৈধ অস্ত্রধারীদের প্রতিহত করতে হবে।

আজ বৃহস্পতিবার রাঙামাটি জেলার দুর্গম বিলাইছড়ি উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন করতে গিয়ে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ দীপংকর তালুকদার দীপংকর তালুকদার একথা বলেন।

তিনি আরো বলেন, এক সময় দুর্গম এলাকার মানুষ ভাবেনি প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সুবিধা পৌঁছাবে, রাস্তা ঘাটের উন্নয়ন হবে। জুরাছড়ি, বরকল উপজেলা এখন বিদ্যুৎ এর আলোয় আলোকিত হয়েছে। যে সব এলাকায় বিদ্যুৎ যায়নি পর্যায়েক্রমে সে সব এলাকায় বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হবে।

দীপংকর তালুকদার এমপি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে উপজেলা গুলোতে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল গুলোকে ৫০ শয্যায় উন্নতির পরিকল্পনা নিয়েছে। তারই আলোকে বিলাইছড়ির ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০ শয্যা উন্নতি করা হলো।

সিভিল সার্জন ডা: বিপাশ খীসার সভাপতিত্বে এ সময় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বিলাইছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহামুদ পাশা পিএসসি, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী,  নির্বাহী প্রকৌশলী মো: মহসিন, সহকারি প্রকৌশলী মেহেদি হাসান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তক ১৬ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে এই হাসপাতালটি নির্মাণ করে।