প্রকল্পের গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হবে- মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

প্রকাশঃ ১৬ সেপ্টেম্বর, ২০২০ ০৭:৪৩:২৫ | আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৪ ১০:৪৮:৪৬

সিএইচটি টুডে ডট কম, ঢাকা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে গৃহীত প্রকল্পসমূহের গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করতে হবে। তিনি আরো বলেন, মানের বিষয়ে কোনো ছাড় নয়। প্রকল্প পরিচালকদের তিনি প্রকল্প এলাকা বেশি বিশি পরিদর্শন কারে গুণগত মান ঠিক রাখার আহবান জানান মন্ত্রী।


আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাসিক উন্নয়ন সমন্বয় ও ২০২০-২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর।


এসময় মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় বিভিন্ন প্রজাতির ফল ও মূল্যবান মসল্লা উৎপাদন কিভাবে বাড়ানো যায় তা খুজে বের করার জন্য প্রকল্প পরিচালকদের নির্দেশনা প্রদান করেন। পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাকডাছড়ি’র পতিত জমিতে মূল্যবান ড্রাগন ফল, স্টবেরী, লিচু, রামবুটান, লটকন ইত্যাদির ফলন বাড়ানোর আহবান জানান মন্ত্রী। এছাড়াও পাহাড়ী জমিতে মূল্যবান দারুচিনি, এলাচি, গোলমরিচ, লং, জাফরান উৎপাদনের কৌলশ নির্ধারণের জন্য সংশ্লিস্টদের নির্দেশনা প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী।


পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ভবন নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে বলে সভায় জানানো হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু মাউন্টেন বাইক আগামী ২৮-৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মর্মে সভায় জানানো হয়।


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: মেসবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, খাকডাছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্র্মকর্তাবৃন্দ, নির্বাহী প্রকৌশলীবৃন্দ ও  মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রেরিত প্রেসবিজ্ঞপ্তি এসব তথ্য জানা যায়।