গরীব ও বেকার মহিলাদের সেলাই মেশিন দিলো জেলা পরিষদ

প্রকাশঃ ০৮ অগাস্ট, ২০২০ ০৬:২২:৫৪ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০৯:১৩:০৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ শনিবার (০৮ আগস্ট) সকালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা এর ৯০তম জন্মদিন উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য দীপংকর তালুকদার রাঙামাটির সদর উপজেলার ৬টি ইউনিয়ন ও রাঙামাটি পৌরসভার গরীব ও বেকার মহিলাদের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের জন্য ১১০টি সেলাই মেশিন বিতরণ করেন।

পরিষদের সভাকক্ষে (এনেক্স ভবন) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দীন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর, সদস্য সাধন মনি চাকমা, সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদস্য অমিত চাকমা রাজু, সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা এবং রাঙামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম উপস্থিত ছিলেন ।