রাঙামাটিতে আষাঢ়ী পুর্নিমা পালন

প্রকাশঃ ০৩ অগাস্ট, ২০২০ ০৩:৫৮:০৪ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৬:৩৫:৪৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ আষাঢ়ী পুর্নিমা। এ পুর্নিমা তিথিতে বুদ্ধ ভিক্ষুরা আগামী তিন মাস বর্ষাবাস পালন করেন। এসময় তারা একটি নির্দিষ্ট বিহারে অবস্থান করে ধর্মচর্চা করেন। এ পুর্নিমা তিথি বৌদ্ধদের কাছে বেশ গুরুত্বপূর্ণ হওয়ায় যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হচ্ছে।

সোমবার সকালে রাঙামাটি শহরের আনন্দ বিহারে বুদ্ধ পুজা, সংঘদান, অষ্ট পরিস্কার দান, বুদ্ধমুর্তি দান পঞ্চশীল গ্রহণ করা হয়।  বিকালে রয়েছে হাজার প্রদীপ প্রজ্জলন ও ফানুস উড়ানো। এবার কোভিড ১৯ এর প্রভাবে বিহারগুলোতে পুণ্যার্থীর উপস্থিতি ছিল কম।

আগামী কার্তিক মাসে প্রবারনা পুর্নিমার মাধ্যমে এ বর্ষাবাস সমাপ্ত হবে। এ পুর্নিমান দিন থেকে মাসব্যপী কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে।