নতুন সেনাপ্রধান আজিজ আহমেদ

প্রকাশঃ ১৯ জুনe, ২০১৮ ০৩:১৭:২৪ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৪:৩৫:৫৯
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৪২৪ লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদকে নতুন সেনাপ্রধান নিয়োগ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (১৮ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবু বকর ছিদ্দিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। ২৫ জুন বিকেল থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে তাঁকে সেনাপ্রধান নিয়োগ দেওয়া হবে।
এ নিয়োগের মাধ্যমে তিনি জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন। লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ এর আগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকেরও দায়িত্ব পালন করেন।
২৫ জুন এখনকার সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক অবসরে যাবেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়,‘ বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৪২৪ লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ কোয়ার্টার মাস্টার জেনারেলকে ২৫ জুন (২০১৮) অপরাহ্ন থেকে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের আইন, ২০১৮ অনুসারে উক্ত তারিখ অপরাহ্ন থেকে তিন বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ প্রদান করা হলো।’