রাঙামাটিতে কৃষকলীগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

প্রকাশঃ ২৫ জুনe, ২০২০ ০৬:৫৬:১৮ | আপডেটঃ ০৪ মে, ২০২৪ ০৮:৫০:০৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ কৃষক লীগ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে রাঙামাটিতে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ সকালে “কৃষক বাঁচাও-দেশ বাচাও” এই প্রতিপাদ্যে রাঙামাটি মারী স্টেডিয়ামের চারপাশে ১০০ চারা গাছ রোপনের মধ্যদিয়ে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন, রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগ রাঙামাটি জেলা শাখার  সভাপতি মো: জাহিদুল ইসলাম, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর  উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তারসহ আওয়ামীলীগের অন্যান্য সকল সংগঠনের নেতাকর্মীরা।

এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে রাঙামাটির ১০ উপজেলায় মোট ১ হাজার বিভিন্ন জাতের চারা গাছ রোপন করা হবে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।