দীঘিনালায় প্রতিবন্ধী নারী হত্যার ঘটনায় আটক ১

প্রকাশঃ ০৭ জুনe, ২০২০ ০৪:১৪:০৩ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ১২:৪৮:২২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির দীঘিনালায় গত শুক্রবার দুপুরে দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধা মরিয়ম বেগমকে হত্যার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে রাঙামাটির লংগদু উপজেলার শ্বশুর বাড়ি থেকে মো. রেজাউলকে (২৫) কে আটক করা হয়। সে দীঘিনালার মেরুং ছোবাহান পাড়ার রওশান আলীর ছেলে।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন (অপরাধ ও তদন্ত) জানান, বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে সন্দেহভাজন রেজাউলকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। শনিবার সন্ধ্যায় তার স্বীকারোক্তির ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ছুরি, রক্তমাখা লুঙ্গি ও শার্ট উদ্ধার করা হয়েছে। তাকে রোববার আদালতে হাজির করা হবে।

প্রসঙ্গত, গত ৪ জুন রাতে বৃদ্ধা মরিয়ম বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ঘাতক রেজাউল। শুক্রবার সকালে তাকে নিজ রুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।