রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশঃ ০৪ জুনe, ২০২০ ১১:৪৯:৪৭ | আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৪ ০৫:৩৭:০১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির প্রধান বাণিজ্যিক এলাকা রিজার্ভ বাজার নিউ রাঙামাটি (রিজার্ভ বাজার) ব্যবসায়ী সমিতির ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

আজ বৃহস্পতিবার সকালে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময়  রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য মোঃ হারুনুর  রশিদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আনোয়ার মিয়া বানুসহ স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে দীপংকর তালুকদার এমপি বলেন, পাহাড়ের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান রয়েছে, পাহাড়ের মানুষের কথা চিন্তা করেন বলেই দুর্গম পাহাড়ের প্রতিটি অঞ্চলেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। বর্তমানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি জেলা পরিষদ, এলজিইডি সহ প্রতিটি সেক্টরের মাধ্যমে পাহাড়ের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২০ লক্ষ টাকা ব্যয়ে রাঙামাটি (রিজার্ভ বাজার) ব্যবসায়ী সমিতির কার্যালয়ের নির্মাণ কাজ করা হচ্ছে।