১৫ জুনের মধ্যে উপজেলা ও পৌর পুনাঙ্গ কমিটি পাঠানোর নির্দেশ, বাঘাইছড়ির কমিটি অনুমোদন

প্রকাশঃ ০২ জুনe, ২০২০ ১১:৫৬:৫৮ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০৭:০৬:৫৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বাংলাদেশ আওয়ামীলীগের রাঙামাটি জেলার ১২টি ইউনিটের মধ্যে ১১টি ইউনিটের কাউন্সিল মার্চে শেষ হয়। মার্চের ২৬ তারিখ হতে সারাদেশে করোনা ভাইরাস আতংকে সকল কর্মকান্ড স্থগিত হয়ে পড়ে।

 অক্টোবর ২০১৯ মাসে উপজেলা ও পৌর এলাকার কাউন্সিলে যারা সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন তাদের স্ব স্ব উপজেলা ও পৌরসভার পুনাঙ্গ কমিটির তালিকা পাঠানোর জন্য জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর গতকাল ১লা জুন চিঠি পাঠিয়েছেন। ১১টি ইউনিটের মধ্যে চারটি উপজেলার পুনাঙ্গ কমিটি জেলা কমিটিতে জমা দিয়েছে এগুলো হলো বাঘাইছড়ি, রাঙামাটি সদর , জুরাছড়ি ও বিলাইছড়ি। তবে ১২টি ইউনিটের মধ্যে বাঘাইছড়ি পৌর কমিটির মেয়াদ থাকায় সেটির কাউন্সিল হয়নি, বরকলের কাউন্সিল স্থগিত থাকায় মোট ১০টি ইউনিটের কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এরমধ্যে আজ ২রা জুন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমাকে বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি, গিয়াসউদ্দিন আল মামনুকে সাধারন সম্পাদক এবং আজিম শাহাদাৎকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ কমিটি বিশিষ্ট কমিটির অনুমোদন দেন জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর। কমিটিকে ৭জুনের মধ্যে জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে উপদেষ্টা কমিটির তালিকা জমা দিতে বলা হয়।

আজ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমার  কক্ষে বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের অনুমোদিত কমিটি হস্তান্তর করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর।

বাঘাইছড়ি ব্যাতীত অন্য উপজেলায় যারা সভাপতি সাধারন সম্পাদক পদে নির্বাাচিত হয়েছিলেন তারা হলেন সদরে সভাপতি দীপক বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক সুখময় চাকমা, কাপ্তাইয়ে সভাপতি অংসুই ছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, বিলাইছড়িতে সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক শাহীদুর ইসলাম সাইদুর, জুরাছড়িতে সভাপতি প্রবর্তক চাকমা, সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, লংগদুতে সভাপতি আবদুল বারেক সরকার, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, নানিয়ারচরে সভাপতি আবদুল ওহাব, সাধারণ সম্পাদক এলিপন চাকমা, কাউখালীতে সভাপতি অংসুইপ্রু চৌধুরী, সাধারণ সম্পাদক এরশাদ সরকার এবং রাজস্থলীতে সভাপতি উবাচ মারমা ও সাধারণ সম্পাদক পুচিমং মারমা।

বরকল উপজেলা কাউন্সিল স্থগিত রাখা হয়েছে।

রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর জানান, সব উপজেলা এবং পৌর কমিটির তালিকা পাওয়ার পর পর্যায়ক্রমে  জেলা কমিটি সবগুলো কমিটির অনুমোদন দিবে।