এবার করোনার কারনে রাঙামাটির জামে মসজিদগুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হবে

প্রকাশঃ ২৪ মে, ২০২০ ০২:৪০:১১ | আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৪ ০২:৪৫:২৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি নেয়া হয়েছে রাঙামাটিতে। করোনা ভাইরাসের কারনে সামাজিক দুরত্ব নিশ্চিতে রাঙামাটির জামে মসজিদগুলোতে কাল সোমবার ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর আগে ঈদের জামাতগুলো খোলা মাঠে প্যান্ডেল টাঙ্গিয়ে অনুষ্ঠিত হতো।

রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ইকবাল বাহার জানান, রাঙামাটি পৌর এলাকায় জামে মসজিদ রয়েছে ৬০টি, সদরে ১১ টি জেলায়  ৪ শতাধিক জামে মসজিদ রয়েছে সবগুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। যদি এক জামাতে না হয় একাধিক বা যতবার প্রয়োজন ততবার নামায পড়ানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরো জানান, করোনা ভাইরাসের কারনে মুসল্লিদের স্ব স্ব জায়নামায, মাস্ক পরিধান, ৩ ফুট দুরত্বে দাড়ানো এবং বাসা থেকে অজু করে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।

রাঙামাটি শহরের রিজার্ভবাজার, তবলছড়ি, বনরুপাসহ গুরুত্বপুর্ণ মসজিদগুলোতে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।