রাঙামাটিতে করোনা আক্রান্তদের পাশে থাকবে জেলা প্রশাসনের “কোভিড-১৯” সাপোর্ট টীম

প্রকাশঃ ২৪ মে, ২০২০ ০৭:৩৭:২২ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০২:৪৬:৪৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে করোনা আক্রান্তদের খাদ্য, চিকিৎসা সহায়তা দেয়ার পাশাপাশি মানসিক ও সামাজিক সপোর্ট দিতে রাঙামাটি জেলা প্রশাসন গঠন করেছে “কোভিড-১৯”। ‘সামাজিক দুরত্বে আত্মার দায়বদ্ধতা’এই শ্লোগানে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ করোনা আক্রান্তদের সার্পোট দিতে এই টীম গঠন করেছেন।

কমিটির  সদস্যরা হলেন  অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, রাঙামাটি জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাশ, ,সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শানজিদা মুস্তারী,রাঙামাটি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: মোস্তফা কামাল,সামাজিক সংগঠন স্বপ্নবুনন এর একে এম  মুন্না তালুকদার এবং আলোর ফুলের মাসুদ রানা রুবেল।

রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) উত্তম কুমার দাশকে মনিটরিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়।

রাঙামাটি জেলা প্রশাসনের এনডিসি উত্তম কুমার দাশ জানান, মুলত করোনা আক্রান্তদের মানসিক সাপোর্ট দিতে এই কমিটি গঠন করা হয়েছে, আক্রান্তদের পরিবার যখন তাদের প্রয়োজনে ফোন করবে তখনই কমিটি তাদের সাথে যোগাযোগ তাদের সমস্যা লাঘব করতে চেষ্টা করবে।