নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফুটাতে সেনাবাহিনীর একমিনিটের “ঈদ বাজার”

প্রকাশঃ ২৪ মে, ২০২০ ০৬:১৩:৪২ | আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ ০২:৪৯:২২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। করোনা পরিস্থিতির এ সময়ে খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে একমিনিটের ঈদ বাজারের আয়োজন করেছে খাগড়াছড়ি সদর সেনা জোন। রোববার সকালে খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে ব্যতিক্রমী এ বাজারের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়জুর রহমান।

এ সময় খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. জাহিদুল ইসলাম ও রিজিয়ন স্টাফ অফিসার মেজর মো. সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, করোনা পরিস্থিতির এ সময়ে নিম্ন আয়ের অনেক মানুষ সমাজের চোখ লজ্জায় ত্রাণ নিতে সংকোচ করছেন। চট্টগ্রামের জিওসি’র সার্বিক নির্দেশনায় একমিনিটের বাজার থেকে এসব মানুষ তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারছেন। ত্রাণ হিসেবে নয় বাজার থেকে উপহার পাচ্ছেন তারা। আর নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি ঈদকে সামনে রেখে নতুন শাড়ি, লুঙ্গি, সেমাইসহ অন্যান্য সামগ্রী দেয়া হয় এক মিনিটের ঈদ বাজারে।