বান্দরবান সেনাবাহিনীর আয়োজনে এক মিনিটের ঈদ বাজার অনুষ্ঠিত

প্রকাশঃ ২২ মে, ২০২০ ০৬:১২:৩০ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০১:৪৯:৩৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে অসহায় দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের 'এক মিনিটের ঈদ বাজার' নামে (২য় বারের মত) ভিন্নধর্মী সেবার আয়োজন করলো সেনাবাহিনী।

শুক্রবার সকালে বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে সেনা জোনের ব্যবস্থাপনায় বান্দরবান জেলা স্টেডিয়ামে অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের জন্য এই "এক মিনিটের ঈদ বাজার" আয়োজন করা হয়।

এসময় সেনাবাহিনীর পক্ষ থেকে ২শত ৫০জন অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষকে চাউল,ডাল ,তেল ,চিনি,সেমাই ,নুডুলস,শাড়ী ও লুঙ্গিসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।

এ সময় সেনা কর্মকর্তারা জানান মূলতঃ তিনটি উদ্দেশ্য নিয়ে এই "এক মিনিটের বাজার" নামের সেবার আয়োজন করা হয়েছে। প্রথমতঃ সকল সম্প্রদায়ের লোকজন আনন্দ ভাগাভাগি করে ঈদ পালন করবে। দ্বিতীয়তঃ অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষ যারা বাজার করতে পারছেন না তারা এই এক মিনিটের বাজার হতে বিনামূল্যে দ্রব্যসামগ্রী পেয়ে উপকৃত হবে এবং তৃতীয়তঃ এই এক মিনিটের বাজার কার্যক্রমের মাধ্যমে সুশৃঙ্খলভাবে কিভাবে সামাজিক দুরত্ব নিশ্চিত করা সম্ভব তা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা সম্ভব হবে।

বান্দরবান সেনা রিজিয়েনের পক্ষ থেকে জানানো হয় যে, পার্বত্য চট্টগ্রামে আইন শৃঙ্খলা ও সন্ত্রাস দমনের পাশাপাশি তাদের এই ধরনের মানবিক সহায়তা  আগামীতে ও অব্যাহত থাকবে।