রাঙামাটির ২শ সেলুন মালিক ও কর্মচারীর মাঝে ত্রাণ সহায়তা বিতরণ

প্রকাশঃ ২২ মে, ২০২০ ০৬:০৮:১০ | আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৪ ০৫:৩২:০৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। করোনা পরিস্থিতি মোকাবেলায় রাঙামাটিতে অসহায় ও কর্মহীন ২শ পরিবারের মালিক ও কর্মচারীদের হাতে খাদ্য সামগ্রী সহায়তা দিয়েছে সেলুন মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।

আজ শুক্রবার ( ২২মে) সকাল ১০টায় রাঙামাটি শহরের প্রাণকেন্দ্র বনরুপা আলিফ মার্কেটের  সামনে এই কার্যক্রমের উদ্বোধন করে সেলুন মালিক ও কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন রাঙামাটির স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

এ সময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, সেলুন মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রিপন শীল, সাধারণ সম্পাদক অজিত শীলসহ বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

রাঙামাটি সেলুন মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রতিজন সদস্যকে ২০ কেজি করে চাউলসহ তেল, ডাল, পেঁয়াজ, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হয়।