আজ মধ্য রাত থেকে কাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ ধরা নিষিদ্ধ

প্রকাশঃ ৩০ এপ্রিল, ২০২০ ০৯:১০:৫৪ | আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ ০৬:১৯:৫৮
সিএইচটি টুডে ডট কম,রাঙামাটি। রাঙামাটির কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য নিষিদ্ধ হয়ে গেল মাছ ধরা। আজ (বৃহস্পতিবার ) রাত ১২টার পর হতে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে- যা বলবৎ থাকবে ৩১ জুলাই পর্যন্ত। দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলরাশি বাংলাদেশের কাপ্তাই হ্রদে চলতি মৌসুমে হ্রদের ভারসাম্য রক্ষা এবং মাছের সুষ্ঠু ও প্রাকৃতিক প্রজনন, বংশ বিস্তার ও উৎপাদন বাড়াতে আদেশটি জারি করা হয়েছে।

জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া শহরসহ জেলায় মাইকিংয়ে প্রচার করা হয়েছে আদেশটি।

জেলা প্রশাসক আরো জানান, বন্ধ মৌসুমে আদেশ অমান্য করে কাপ্তাই হ্রদে যারা মাছ ধরবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আদেশ কার্যকর করতে জেলা প্রশাসন ও মৎস্য কর্পোরেশনের পাশাপাশি মৎস্য বিভাগ, স্থানীয় প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও নৌ-বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

বিএফডিসি ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম জানান, চলতি প্রজনন মৌসুমে কাপ্তাই হ্রদের ভারসাম্য রক্ষাসহ মাছের সুষ্ঠু ও প্রাকৃতিক প্রজনন, বংশ বিস্তার ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রতি বছরের মতো এবারও এই নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি বন্ধকালীন হ্রদে ছাড়া হবে কার্পজাতীয় মাছের পোনা।