খাগড়াছড়িতে প্রথম করোনা পজেটিভ শনাক্ত

প্রকাশঃ ২৯ এপ্রিল, ২০২০ ০৫:২৩:১২ | আপডেটঃ ০৩ ডিসেম্বর, ২০২৪ ১০:২০:৪৮
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। বাংলাদেশে করোনা সংক্রামণ শুরুর ৫২তম দিনে খাগড়াছড়ি জেলায় প্রথম করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বুধবার বিকেলে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ এ তথ্য নিশ্চিত করেন।

দীঘিনালা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ জানান, সাধারণ ছুটি ঘোষণার পর দেশের বিভিন্ন জেলা থেকে খাগড়াছড়ির দীঘিনালায় অনেকে আসেন। যাদের বেশীর ভাগই বিভিন্ন শিল্প কারখানার শ্রমিক। তাদের প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। শনাক্ত ব্যক্তিও দীঘিনালার কামুক্কাছড়া উচ্চ বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিল। আমরা সেখানে গিয়ে তাকে বাছাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।