বিকালে মাঠে এখন আর পাওয়া যায় না ফুটবলারদের

প্রকাশঃ ২৯ এপ্রিল, ২০২০ ০৫:১৮:৩৮ | আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ ০২:২০:২৩
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাই প্রকল্প উচ্চ বিদ্যালয়ের মাঠে অনেক নামী দামী খেলোয়াড়ের পা পড়েছে। এরমধ্যে ঢাকা আবাহনীর সালাউদ্দীন,টুটুল,চুন্নু,অমলেশ,নওজোয়ান এর জসিম,ফয়েজ,বার্দাসের সেলিম,ওয়াসিম,ইউসুফ বলী,নিতাই,পাকিস্তানী সুভাষ,

ইলিয়াছ,জাফর উল্লাহ,ল্যান্ড কাষ্টমসের ছোট মন্জু,সি কাষ্টমসের এফ আই কামাল,লাতু,কাউসার বি এফ আই ডি সির রতন,হযরত আলী,স্টীল
মিলের অংসা,সন্তোষ, স্থানীয় খেলোয়ার রিটু,ছোট বাচ্চু, মিনু, ঝন্টু, হেলাল,বড় জামাল,শরীফ,প্রগতির বাবুল,অবকাশের নুরু ভাই, গিয়ার মন্জু, গুলজারপান্না, সামসু,নিংচাই,বাবুল,ইসমাইল,সাহান উদ্দীন,মানু,ইউনুচ,নুরনবী,জীপু,বাচ্চু,সালে,কালো জামাল,সালাদ্দীন,সাপু,গ্লোডেন বয় টিপু,ওয়াপদার ফরিদ,সজল,পূর্ণ ,কুণাল, আসদ্দর, তমিজ, ফজলু, কেপিএম এর বাদশা আলম,আসলাম,নুরনবী,প্রকাশ বড়ুয়া সহ আরও স্মরন নাই এমন অনেক নামী দামীদামী খেলোয়াড়ের পা পড়েছে।

প্রাক্তন জাতীয় টিমের কাপ্তাই এর গ্লোডেন বয় খ্যাত শাহাজ উদ্দীন টিপুর সহিত মুঠো ফোনে এই প্রতিবেদকের কথা হয়। তিনি জানান কাপ্তাই এর ফুটবলের সংগঠক আলীনুর চাচা,গাজী চাচা,ফজলু কাকার মত ফুটবল অনুরাগী লোকের যথেস্ট অভাব রয়েছে।

চট্টগ্রাম বিভাগের ফুটবল কোর্চ কাপ্তাই এর সন্তান প্রাক্তন ফুটবলার শামসুদ্দীন কাপ্তাই মাঠ হইতে ফুটবলার তৈরি না হওয়া প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যাক্ত করেন যে আগামীতে তিনি কাপ্তাই মাঠ থেকে নবীন ফুটবলারদের কোচিং এর ব্যবস্থা করবেন নিজেই। তবে এই কাজে কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সহায়তা চেয়েছেন।

তবে এখানে স্মরন করবো কাপ্তাই এর খেলোয়ার গড়ার কারিগর স্বর্গীয় বাবু হরেন্দ্র লাল নন্দী স্যারকে।

মাঠে পা পড়ে না কারো,সকলে ফেইজ বুক নিয়ে ব্যস্ত। অচিরেই শুরু হচ্ছে কাপ্তাই প্রকল্প বিদ্যালয়ের মাঠ থেকে ফুটবলার তৈরির কাজ।