বান্দরবানে বিদ্যুৎ পিষ্ট হয়ে যুবকের মুত্যু

প্রকাশঃ ০৫ এপ্রিল, ২০২০ ০৭:৫৪:০১ | আপডেটঃ ০১ মে, ২০২৪ ০৪:১৪:০১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে ঢেউটিন লাগাতে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে ঘরের চাল থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৫ মার্চ) সকালে বান্দরবান শহরের পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ক্যাচিংঘাটা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত যুবক স্থানীয় বাসিন্দা প্রদীপ বড়ুয়ার পুত্র বাবু বড়ুয়া (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ক্যাচিংঘাটায় ঘরের চালে ঢেউটিন লাগানোর সময় বিদ্যুৎ পিষ্ট হয়ে ঘরের চাল থেকে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হয়, পরে পাড়াবাসীরা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ঘরে ঢেউটিন লাগানোর সময় বিদ্যুৎপিষ্ট হয়ে ঘরের চাল থেকে পড়ে বাবু বড়ুয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে,  নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে রাখা হয়েছে।