দিলেন ত্রাণ, ভালোবাসা হিসেবে পেলেন সবজি

প্রকাশঃ ০৩ এপ্রিল, ২০২০ ১১:১৭:৪৩ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৫:৪০:২০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।  রাঙামাটি শহরের রাঙাপানি এলাকায় লুম্বীনি গ্রাম। অধিকাংশ দিনমজুর শ্রেণী। করোনার প্রভাবে বন্ধ হয়ে গেছে কাজ। যান চলাচল বন্ধ হওয়ায় বেচা বিক্রিও বন্ধ। তাই এতদিন মানবেতর দিন পার করছিলেন।

এ খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় এলাকায় ত্রাণ নিয়ে হাজির হন জেলা প্রশাসনের এনডিসি উত্তম কুমার দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাশ, মো. ইসলাম উদ্দিন।

এ সময় তাঁরা হত দরিদ্রদের হাতে ত্রান তুলে দেন। ভালবাসার অংশ হিসেবে ত্রাণ পাওয়া লোকজন তাদের ক্ষেতে উৎপাদিত সবজি ম্যাজিস্ট্রেটদের হাতে তুলে দেন।

ত্রাণ পাওয়া সময়ন চাকমা বলেন, আমাদের নিত্য প্রয়োজনীয় শেষ হয়ে গেছে বের হতে পারছি না। আমাদের সবজি আছে কিন্তু এগুলোর রান্নার জন্য তেল নেই। তাই সে সবজি স্যারদের দিয়েছি। আমাদের যা নেই তা তারা আমাদের দিয়েছেন। আমাদের যেগুলো আছে সেগুলো স্যারদের দিয়েছি। স্যারেরা প্রথমে এসব সবজি নিতে চাইনি। আমরা ভালবেসে তাদের এ সবজি দিয়েছি।

সুমন চাকমা (৪০) বলেন, এ ত্রাণ আমাদের অনেক দিন যাবে। এটি আমাদের বড় সহায়তা সেজন্য প্রশাসনকে ধন্যবাদ জানান সুমন।

এনডিসি উত্তম কুমার দাস বলেন, স্থানীয়রা ভালবেসে উপহার হিসেবে সবজি দিয়েছেন। আমরা যেমন তাদের পাশে দাড়িয়েছি তারাও আমাদের পাশে দাঁড়িয়েছে।


ত্রাণ বঞ্চিত মানুষের খবর পেলে সেখানে ছুটি যাচ্ছি। কোন মানুষ যেন না খেয়ে কষ্ট পায় সেজন্য তথ্য পেলে সেখানে গিয়ে ত্রাণ দিয়ে আসছি। আমাদের পর্যাপ্ত খাদ্য মজুদ আছে।