রাঙামাটিতে সরকারের নির্দেশনা মানতে মাঠে জেলা প্রশাসন ও সেনাবাহিনী

প্রকাশঃ ০৩ এপ্রিল, ২০২০ ১০:৩৯:১৪ | আপডেটঃ ০১ মে, ২০২৪ ০৯:২৭:০৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। করোনা ভাইরাস মোকাবেলায় রাঙামাটিতে সরকারের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নির্দেশনা মেনে চলতে অন্যান্য দিনের মত আজো মাঠে ছিলো রাঙামাটির জেলা প্রশাসন ও সেনাবাহিনী। সকাল থেকে রাঙামাটির লোকজন চলাচলে করাকরি আরোপ করে। রাঙামাটি শহরে সাইকেল আরোহীদেরকে ও বিনা প্রয়োজনে মোটর বাইক নিয়ে চলাচল করলে বাইক রেখে বাড়ী চলে যাওয়ার নির্দেশনা প্রদান করছেন।

আজ সকাল থেকে রাঙামাটি জেলা প্রশাসনের ৬টি মোবাইল টিম রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে মাইক হাতে জনগনকে ঘরের বাইরে বের হতে নিষেধ করছে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ যাতে ঘর থেকে বের না হয় তার জন্য সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের লোকজন জোর তৎপরতা চালাচ্ছে।

রাঙামাটি শহরে সামাজিক দুরত্ব বজায় রাখা, জনসমাগম বন্ধ, কাঁচাবাজার, মুদি দোকান, ওষুধের দোকান ব্যাতিত মার্কেট বন্ধসহ সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে মাঠে তৎপর ছিল সেনাবাহিনী।
এছাড়া জেলা ও উপজেলা  প্রশাসন থেকে কর্মহীন ও দরিদ্র মানুষের ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।