খাগড়াছড়ির হাম আক্রান্ত দূর্গম পল্লীতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

প্রকাশঃ ০২ এপ্রিল, ২০২০ ১১:৩০:১৯ | আপডেটঃ ০২ মে, ২০২৪ ১২:২৭:১৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে প্রাদুর্ভাব পড়েছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। দিন দিন আক্রান্ত হচ্ছে গ্রামের পর গ্রাম। দূর্গম এলাকাগুলোতে স্বাস্থ্য বিভাগকে সাথে নিয়ে চিকিৎসা সেবা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি সদরের দূর্গম রবিধন কার্বারী পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে সদর জোন। ওই গ্রামের শতাধিক শিশু হাম সহ নানা অপুষ্টিজনিত রোগে ভুগছে।

নাজুক যাতায়াত ব্যবস্থা ও অভিভাবকদের অসচেতনতার কারণে প্রতিবছর পাহাড়ের দূর্গম এলাকার শত শত শিশু আক্রান্ত হয় হামসহ নানা অপুষ্টিজনিত রোগে।

জেলা স্বাস্থ্য বিভাগের হিসাব মতে, গত এক সপ্তাহে খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও মাটিরাঙ্গা উপজেলায় ১৭০ শিশু হাম ও পুষ্টিজনিত রোগ আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। দ্রুত এসব এলাকায় হামের টিকাদান কর্মসূচি চালু দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের।