সাজেকে শতাধিক পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশঃ ০১ এপ্রিল, ২০২০ ১২:৫৬:৩৯ | আপডেটঃ ০৪ মে, ২০২৪ ০৪:০০:৫০
সিএইচটি টুডে ডট কম, সাজেক, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির সাজেক ইউনিয়নে নোবেল করোনা ভাইরাসের প্রভাবে বেকার হয়ে যাওয়া নিম্ন আয়ের শতাধিক পরিবারের মাঝে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

বুধবার সকালে সাজেক আওয়ামীলীগের কার্যালয়ে শতাধিক পাহাড়ি বাঙ্গালী পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এসময় প্রতি পরিবারকে ৮কেজি চাউল ৩কেজি আলু, সাবান ১টি. ৫০০গ্রাম ডাল, ৫০০গ্রাম পেয়াজ , ১কেজি লবন দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে সাজেক ইউপি চেয়ারম্যান নেলশন চাকমা, সাজেক আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুজিত দে, বাঘাইহাট বাজার কমিটি সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।