রাঙামাটিতে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ দিলো জেলা আওয়ামীলীগ

প্রকাশঃ ৩০ মার্চ, ২০২০ ০৪:৫১:১৪ | আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৪ ০২:৪৪:১৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। করোনা ভাইরাসে সংক্রাম ঠেকাতে পাহাড়ের কর্মহীন মানুষের সাহায্যে হাত বাড়িয়েছে রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।

আজ সকালে রাঙামাটি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে কর্মহীন কিছু পরিবারের হাতে চাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দিয়ে কর্মসুচীর উদ্বোধন করেন। এছাড়াও রাঙামাটি সদর উপজেলা ও পৌরসভার উদ্যোগেও কর্মহীন পরিবার গুলোর মাঝে ত্রাণ সহায়তা পৌছে দেয়া হয়েছে।
এ সময় আওয়ামীলীগ অফিসে ত্রাণ বিতরণ কালে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ সোলায়মান, সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে পৌর আওয়ামীলীগের ৯ টি ওযার্ডের মোট ১ হাজার পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা পৌছে দেয়ার জন্য ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীদের প্রতি ওয়ার্ডের জন্য ১০০জনের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এই ত্রাণের মধ্যে ১৫ কেজি চাল, ডাল, তেল, লবন, পেয়াজ সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী রয়েছে।