করোনা ভাইরাস প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে নেমেছে সেনাবাহিনী

প্রকাশঃ ২৪ মার্চ, ২০২০ ১১:১৪:৪৯ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ০৩:০৮:৫৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে করোনা ভাইরাস প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে আজ বিকাল থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী। দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ ছাড়াও রাঙামাটি সদর জোন কমান্ডার লে; কর্ণেল রফিকুল ইসলাম, রাঙামাটি রিজিয়নের জি টু আই মেজর মহিউদ্দির ফারুক, রাঙামাটির সিভিল সার্জন ডা: বিপাশ খীসা ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ জানান, সামাজিক দুরত্ব সৃষ্টি করা, খাবারে দোকান বন্ধ রাখা, কোথাও জটলা তৈরি না করতে দেয়া, হোম কোয়ান্টাইন নিশ্চিত করা, নিত্য প্রয়োজনীয় কাঁচাবাজার সীমিত রাখা, আড্ডা বন্ধ রাখা, যানবাহন নিয়ন্ত্রনসহ স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনীর সদস্যরা মাঠে থাকবে।

বিকালে সেনাবাহিনীর সদস্যদের সাথে নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা মাঠে নামেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ রিজার্ভবাজারের ১নং পাথরঘাটা, পল্লব হোম দাশ পাবলিক হেলথ এলাকায় হোম কোয়ান্টাইন নিশ্চিত করা এবং দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে অভিযান চালান।

এদিকে জেলা প্রশাসন থেকে জরুরী কাজ ছাড়া বাসা থেকে বের হতে নিষেধ করে মাইকিং করা হয়েছে।