খাগড়াছড়িতে অবৈধভাবে চাল মজুদ করায় খাদ্য কর্মকর্তা আটক

প্রকাশঃ ২২ মার্চ, ২০২০ ১১:৫১:৫১ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০৪:২৪:২১
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির দীঘিনালায় সরকারি খাদ্য গুদামে অবৈধভাবে চাল মজুদ করার অভিযোগ মেরুং খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ার হোসেনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মেরুং খাদ্য গুদামে অভিযান চালায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্ল্যাহ।

এসময় অবৈধভাবে ১৪ মেট্রিক টন চাল ও গম মজুদের অভিযোগে বিশেষ আইনে তাকে আটক করা হয়। পাশাপাশি খাদ্য গুদামটি সিলগালা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্ল্যাহ জানান, ‘গুদামে হিসেবে বাইরে অবৈধভাবে ১৪ মেট্রিক টন চাল মজুদ করার কারণ ব্যাখ্যা করতে পারেনি আটককৃত ব্যক্তি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।