খাগড়াছড়িতে হাসপাতালে আইসোলেশনে থাকা বৃদ্ধা শঙ্কামুক্ত

প্রকাশঃ ২০ মার্চ, ২০২০ ০৭:৪৪:২৫ | আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৪ ০৮:৪৯:৫৮
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি সদর হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে গত ১৬ মার্চ থেকে ভর্তি বৃদ্ধা বাড়ি ফিরে গেছেন। শুক্রবার সকালে বৃদ্ধা করোনা ভাইরাস মুক্ত থাকার প্রতিবেদন পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ থাকা বাড়ি ফেরার অনুমতি দেন। খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ এ তথ্য নিশ্চিত করেন।

এরআগে, গত ১৬ মার্চ বিকেলে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি হন ভারত ফেরত ওই বৃদ্ধা। জ্বর, সর্দি ও কাশি থাকায় তাকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা করে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হয়। তার কাছ থেকে সংগ্রহ করা নমুনা ঢাকার রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যায় তিনি সংক্রামণ মুক্ত।

এদিকে, খাগড়াছড়ি জেলায় বিদেশ ফেরত যাত্রীর সংখ্যা ২৪৪ জন হলেও হোম কোয়ারেন্টাইন রয়েছে মাত্র ১১ জন।